সুযোগ কাজে লাগাতে চান এবাদত

  • ক্রীড়া প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০১৬, ১০:৪৫ এএম

চলতি বছর রবি ‘ফাস্ট বোলার হান্ট’ কর্মসূচির সর্বোচ্চ গতির বোলার মৌলভীবাজারের তরুণ এবাদত হোসেন। এরই মধ্যে গতি দিয়ে সবার নজর কেড়েছেন। বিপিএল চতুর্থ আসরে আসরে রাজশাহী কিংসের হয়ে সুযোগ পেয়েছেন। চলতি বছর রবি ফাস্ট বোলার হান্টে অংশ নিয়ে গতির ঝড় তুলে সেরা হন বিমানবাহিনীতে চাকরিরত এই তরুণ। হান্টে সর্বোচ্চ গতি (ঘণ্টায় ১৩৩ কি. মি.) তোলেন  তিনি। পরবর্তীতে বিসিবির এইচপি ক্যাম্পে সুযোগ পেয়ে বোলিং পরামর্শক হয়ে আসা আকিব জাভেদের নজরে পড়েন।

সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ফতুল্লায় অনুষ্ঠিত ইংল্যান্ড দলের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নামছেন তিনি। আর প্রথম সুযোগ বলেই সেটি কাজে লাগাতে মরিয়া এবাদত। এর আগে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘সুযোগ পেয়ে ভালো লাগছে। রবি পেসার হান্ট থেকেই চেষ্টা করছি ভালো কিছু করার। এটা আমার জন্য অনেক বড় সুযোগ। আগামীকাল নিজের সেরাটা দিয়ে পারফর্ম করবো। চেষ্টা করবো সবার নজরে আসতে।’

কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে শুধু জাতীয় লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান এবাদত, ‘এই প্রথম কোনও আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। ঘরোয়া লিগে কেবল জাতীয় লিগ খেলেছি। পেসার হিসেবে এই অভিজ্ঞতাটুকুই কাজে লাগানোর চেষ্টা করবো। ইংল্যান্ডের সবাই ভালো ব্যাটসম্যান। জায়গামতো বোলিং করতে চাই।’

বিপিএল-এ অভিষেক হওয়ার অপেক্ষায় এবাদত। তাইতো রাজশাহী কিংসকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তিনি, ‘বিপিএল-এ রাজশাহী কিংসের সকল কর্মকর্তাকে ধন্যবাদ। একই সঙ্গে ইমরান সরোয়ার স্যারকেও ধন্যবাদ। রাজশাহী আমাকে নিয়েছে। তাই ভালো করার চেষ্টা করবো।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই