শঙ্কা উড়িয়ে অনুশীলনে মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৬, ০৯:৪৬ এএম

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বোলিং করতে গিয়ে ডান পায়ের গোঁড়ালিতে ইনজুরি পেয়েছিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তারপর থেকে দর্শকদের মনে শঙ্কা থাকলেও ম্যাচের পর টাইগার অধিনায়ক জানিয়েছিলেন, এটা তেমন কোনও সমস্যা না। আশা করি দ্রুতই সেরে যাবে।

শনিবারের ম্যাচের পর বুধবার প্রথম নেটে বোলিং করেছেন মাশরাফি। এদিন চার ওভার বোলিং করেন তিনি। এতে তেমন কোনও সমস্যা মনে করেননি মাশরাফি। এদিন অনুশীলন শেষে মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, হালকা ব্যথা আছে। তেমন কোনও সমস্যা না। গোঁড়ালিতে চাপ পড়লে তখন একটু ব্যথা অনুভব হচ্ছে। আশা করি, শুক্রবারের আগেই সব ঠিক হয়ে যাবে।

আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার। আর ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে ম্যাচ।

মাশরাফি বিন মুর্তজা অধিনায়ক হওয়ার পর বদলে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ফরম্যাট মিলিয়ে তার অধীনেই সবচেয়ে বেশি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে অধিনায়কের দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এখনও কোনও ওয়ানডে সিরিজ হারেনি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই