ঢাকা: শেষ ২ ওভারে দরকার ৪০। মুকিদুল ইসলামের প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন জাকের আলী। শেষ বলে চার হাঁকান আরিফুল হক। ওই ওভারে উঠে ১৭ রান।
শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের জয়ের জন্য দরকার ছিল ২৩। মোস্তাফিজুর রহমানের প্রথম বলেই ছক্কা হাঁকান সামিউল্লাহ শিনওয়ারি। দ্বিতীয় বলে ওয়াইড, তারপর আবার চার। ৪ বলে দরকার ১২ রান। ম্যাচটা তখন সমানে সমান।
এমন জায়গায় দাঁড়িয়ে মাথা ঠান্ডা রাখলেন মুস্তাফিজ। তৃতীয় বলে সিঙ্গেলসের পরের দুই বলে দুই উইকেট হারায় সিলেট। ১৩ বলে ২৯ করে আউট হন আরিফুল। পরের বলে সুমন খান রানআউট। শেষ বলে রুয়েল মিয়া চার মারলেও পরাজয় এড়াতে পারেনি সিলেট। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬ রানের জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস।
[242154]
টানা ছয় ম্যাচে হার। ঢাকা ক্যাপিটালসের বিদায় কার্যত হয়ে গেছে তখনই। তবে কাগজে-কলমে এখনও সম্ভাবনা আছে। আজ সিলেটকে হারিয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রাখলো শাকিব খানের মালিকানাধীন দলটি।
৯ ম্যাচে এসে তারা পেয়েছে দ্বিতীয় জয়ের দেখা। হাতে আছে তিন ম্যাচ। বাকি তিন ম্যাচ জিতলে অনেক যদি-কিন্তু মিলিয়ে শেষ চারে থাকতেও পারে ঢাকার নাম। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচে হেরে চাপে পড়েছে সিলেট। তাদের ৮ ম্যাচে জয় ২টি।
এআর