ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙলেন মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১০, ২০১৬, ১০:১৯ এএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নেমে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়াসিম আকরামের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম। এটি মিরপুর স্টেডিয়ামে মুশফিকের ৭৮তম ওয়ানডে। যা একই ভেনুতে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার অনন্য কীর্তি।

একই ভেনুতে সর্বোচ্চ ওয়ানডে খেলার তালিকায় মুশফিকের পরেই রয়েছেন ওয়াসিম আকরাম। শারজায় ৭৭টি ওয়ানডে খেলেছেন পাকিস্তানের কিংবদন্তী পেসার। এই তালিকায় এর পরের দুটি স্থানও বাংলাদেশের দুই ক্রিকেটারের দখলে।

মিরপুরে ৭৩ টি ওয়ানডে খেলা সাকিবের অবস্থান তৃতীয়। এই মাঠে ৭১ টি ওয়ানডে খেলে তামিম ইকবাল রয়েছেন চতুর্থ স্থানে। প্রেমেদাসায় সমসংখ্যক ওয়ানডে খেলা লঙ্কান দুই কিংবদন্তী সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে রয়েছেন যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই