বিসিবি থেকে হান্নান সরকারের পদত্যাগ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:৪৫ পিএম

ঢাকা: ঠিক এক বছর পূর্ণ হতেই বিসিবির নির্বাচকের পদ ছেড়ে দিলেন হান্নান সরকার। উদ্দেশ্য-আবারও কোচিংয়ে ফিরে যাওয়া।

কাল রাতে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করে হান্নান বলেছেন, ‘আবারও কোচিংয়ে ফিরে যেতেই আমার এই সিদ্ধান্ত। নির্বাচকের কাজটাও আমি উপভোগ করছিলাম। কিন্তু আমার মনে হয়েছে কোচিংয়েই আমার পক্ষে আরও বেশি দেওয়া সম্ভব।’

হান্নান আরো বলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

[243087]

তবে হুট করেই নয়, বিসিবির সঙ্গে আগে থেকে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন হান্নান, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না।

এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’
 
নির্বাচকের চাকরি অনেক সম্মানের, যে কারণে এই পদ ছাড়তে চায় না অনেকেই। তবুও এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ খোলাসা করে হান্নান জানান, ‘এক বছর ন্যাশনাল সিলেক্টর ছিলাম। তার আগে আমি বয়সভিত্তিক দলের সিলেক্টর ছিলাম আট বছর। তো সব মিলে আমার ৮ বছর ৮ মাসের ক্যারিয়ার।

ওই জায়গাটা আমি খুব ভালো এনজয় করেছি। একটা স্টেজে আসার পরে মনে হয়েছে যে আমার এখন চিন্তা করার সময় এসেছে। তো এটা সাহসী নাকি দুর্বল সিদ্ধান্ত জানি না। আমি চিন্তা করছিলাম আমার জন্য এটা সঠিক সিদ্ধান্ত। এ কারণেই আমি তিন মাস ধরে চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছি।’

এআর