ঢাকা : ২০২৫ সালের জন্য প্রথম আর্জেন্টিনা দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ৩৩ সদস্যের এই দল দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলবে ২১ ও ২৫ মার্চ।
এই দলে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজের মতো অভিজ্ঞরা। তবে স্কালোনি বেশ কিছু নতুন মুখের ওপর আস্থা রেখেছেন। এরা হচ্ছেন- ফ্রান্সিসকো ওর্তেগা, ম্যাক্সিমো পেরোন, বেঞ্জামিন দমিনগেজ, সান্তিয়াগো কাস্ত্রো এবং ‘দিয়াবলিতো’ এচেভেরি।
[245150]
গোলরক্ষকরা: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন)
ডিফেন্ডাররা: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), জার্মান পেজ্জেলা (রিভার প্লেট), লিওনার্দো বালেরদি (অলিম্পিক মার্শেই), জুয়ান ফোয়েথ (ভিয়ারিয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (রেসিং ক্লাব ডি লাস), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক লিও), ফ্রান্সিসকো ওর্তেগা (ওলিম্পিয়াকোস)
[245138]
মিডফিল্ডাররা: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেজিয়েল প্যালাসিয়স পালাসিওস (বায়ার লেভারকুসেন), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো চেলসো (অলিম্পিক লিও), ম্যাক্সিমো পেরোন (কোমো ১৯০৭), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), বেঞ্জামিন দমিনগেজ (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (অলিম্পিক লিও)
[245129]
ফরোয়ার্ডরা: আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস গঞ্জালেজ (জুভেন্তাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কোমো ১৯০৭), ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), জুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্তার মিলান), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া), আনহেল কোরেয়া (আতলেতিকো মাদ্রিদ)
এমটিআই