ঢাকা: সিলেট টেস্টে কাল প্রথম দিনটা যদি হয় জিম্বাবুয়ের, তাহলে আজ দ্বিতীয় দিনটা নিশ্চিতভাবেই বাংলাদেশের। ৯ উইকেট হাতে নিয়ে সফরকারীদের চেয়ে ২৫ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল স্বাগতিকেরা।
দ্বিতীয় ইনিংসকে সাদমান ইসলামকে দ্রুত হারালেও মাহমুদুল হাসান ও মুমিনুল হক আর ক্ষতি হতে দেননি।
১৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৭। মাহমুদুল ২৮ ও মুমিনুল ১৫ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন।
[247969]
আলোকস্বল্পতায় গতকালের মতো আজও অন্তত ১০ ওভার কম খেলা হয়েছে।
এর আগে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা জিম্বাবুয়ে আজ ২৭৩ রানে অলআউট হয়, প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয়।
এআর