শেষ টেস্ট খেলার কথা মনে নেই সাকিবের!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৬, ০৬:৫৩ পিএম

ওয়ানডেতে বাংলাদেশ ক্রিকেট দুনিয়ায় সমীহ করার মত এক দল। ঠিক উল্টো চিত্র টেস্টে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে বাংলাদেশের বয়স ১৬ বছর পার হলেও এখনো ধুঁকছে। অনেক কারণের মধ্যে অন্যতম হলো টেস্ট ক্রিকেটের দীর্ঘ বিরতি। আইসিসির মারপ্যাচে পড়ে বাংলাদেশকে টেস্ট খেলতে হচ্ছে দীর্ঘ বিরতি দিয়ে। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ খেলতে নামছে সাড়ে চৌদ্দ মাস পর।

বাংলাদেশ যে এতদিন পর টেস্ট খেলতে নামছে সেটা জেনে অবাক হয়েছেন ইংলিশ ক্রিকেটাররাও। কিন্তু অবাক হলে হবে কি বাংলাদেশের টেস্ট বাস্তবতা এমনই। দীর্ঘ বিরতির কবলে পড়ে সবকিছু শুরু করতে হয় নতুন করে। এখানে মানিয়ে নেওয়ারও একটা ব্যাপার থাকে।

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মঙ্গলবার বলে গেলেন, এতদিন পর টেস্ট খেলতে নামলে গ্যাপের সৃষ্টি হয়। তার ভাষায়,‘ গত সাত বছরে এরকম অভিজ্ঞতা তিনবার হলো। এতদিন পর খেললে নতুন নতুন লাগে। অনেক দিন না খেললে একটা গ্যাপ তৈরি হয়।’

এই মুহুর্তে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড শক্তিশালি দলগুলোর মধ্যে একটি। এরকম দলের বিপক্ষে সেরা প্রস্তুতিটাই নেওয়া দরকার। কিন্তু সাদা পোষাকের ক্রিকেটের দীর্ঘ বিরতি খানিকটা ঘাটতি তৈরি করে। এদিন স্বয়ং সাকিবই বললেন, শেষ কবে টেস্ট খেলেছেন তার মনে নেই,‘ আমি দীর্ঘ পরিসরের ক্রিকেট শেষ কবে খেলেছি মনে নেই। দেখা যাক কি হয়! চেষ্টা করবো টেস্টের মাইন্ড সেট আপ তৈরি করতে।’

আসলে সাকিব সবই পারেন। দুনিয়াজুড়ে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি২০ খেলে বেড়াচ্ছেন। ওয়ানডে খেলছেন। দ্রুতই সবকিছু মানিয়ে নিতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তো সাকিব বলতে পারেন, খুব বেশি সমস্যা না হওয়ার কথা,‘ সত্যি কথা বলতে খুব বেশি প্রস্তুতির কিছু নেই। মানসিক দিক থেকে যত বেশি ঠিক থাকা যাবে তত বেশি টেস্ট ম্যাচের প্রস্তুত থাকা যাবে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন