আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মিরাজ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০২:২২ পিএম

ঢাকা: সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে ছিলেন মেহেদি হাসান মিরাজ। অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ সেরার পুরস্কারও জিতেছিলেন এই অলরাউন্ডার। 

এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরার পুরস্কার জিতলেন টাইগার এই অলরাউন্ডার। 

[249292]

বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে। 

ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এ অর্জন। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাসসেরা হয়েছিলেন। 

এআর