ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। ফলে লডারহিলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে। সোমবার সকালে (বাংলাদেশ সময়) সেই রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হাসে পাকিস্তান। দারুণ সম্ভাবনা জাগিয়েও ১৩ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এর ফলে বাংলাদেশ সিরিজের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানো পাকিস্তান সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই ওপেনার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব ঝড় তোলেন ব্যাটে। ফারহান পাঁচ ছক্কা ও তিন চারে ৫৩ বলে খেলেন ৭৪ রানের দারুণ ইনিংস। আর আইয়ুব ৪৯ বলে ৬৬ রান করেন, যার ইনিংসে ছিল দুটি ছক্কা ও চারটি চারের মার।

শেষ দিকে হাসান নেওয়াজ (১৫) ও মোহাম্মদ হারিস (২) দ্রুত আউট হলেও খুশদিল শাহ ও ফাহিম আশরাফের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান।

[253953]

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপ বাড়ে ক্যারিবীয়দের ওপর। জুয়েল অ্যান্ড্রু ২৪ রানে হারিস রউফের বলে বিদায় নেন। অধিনায়ক শাই হোপ মাত্র ৭ রানে আউট হলে গতি হারায় ইনিংস।

আলিক আথানাজে কিছুটা লড়াই করেন, তবে ৬০ রানে সাইম আইয়ুবের বলে ক্যাচ দিয়ে ফেরেন। শেষ দিকে শার্ফেন রাদারফোর্ড হাফসেঞ্চুরি (৫১) করে ম্যাচে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তার বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানেই থেমে যায় তাদের ইনিংস।

এই হারে পরপর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে বিদেশের মাটিতে দুর্দান্ত লড়াই করে স্মরণীয় সিরিজ জয় উদযাপন করল পাকিস্তান।

ওএফ