স্টার্কের বল ঘণ্টায় ১৭৬ কিলোমিটার! বিশ্বরেকর্ড নাকি যন্ত্রের ভুল?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৩:৩৭ পিএম
ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে চমকে যাওয়ার মতো এক ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) পার্থে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের একটি ডেলিভারি স্পিডগানে ধরা পড়ে ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার বেগে-যা ক্রিকেট ইতিহাসের দ্রুততম বলের চেয়েও বেশি।

ম্যাচের শুরুতেই আগুনে বোলিংয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে চাপে ফেলেন স্টার্ক। মাত্র ৬ ওভার বল করে ১ মেডেনসহ ২২ রান দিয়ে নেন ১ উইকেট। তবে তার এই বোলিং স্পেল ছাপিয়ে যায় রোহিত শর্মাকে করা প্রথম ওভারের প্রথম বল—যার গতি দেখানো হয় ঘণ্টায় ১৭৬.৫ কিলোমিটার।

ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্রিকেটপ্রেমীদের অনেকে একে ‘স্পিডগানের ত্রুটি’ হিসেবে ব্যাখ্যা করেন। কারণ স্টার্কের বলের গড় গতি এদিন ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি, আর তার দ্রুততম বৈধ ডেলিভারি ছিল প্রায় ১৪৫ কিলোমিটার।

ক্রিকেট ইতিহাসে আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা দ্রুততম ডেলিভারি পাকিস্তানের শোয়েব আখতারের-২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের নিক নাইটকে করা তার এক বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার।

তবে স্টার্কের স্পিড রিডিং নিয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা আসেনি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এটি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া কিছু নয়। কারণ বাস্তবে বর্তমানে কোনো বোলারই ১৭০ কিলোমিটারের বেশি গতিতে বল করার শারীরিক সামর্থ্য অর্জন করেননি।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বৃষ্টির কারণে ২৬ ওভারে নামিয়ে আনা ম্যাচে ভারতের সংগ্রহ ১৯ ওভারে ৪ উইকেটে ৮০ রান।

সূত্র: ইন্ডিয়া টুডে, ক্রিকেট টাইমস

এসএইচ