মেসির উড়ন্ত হেডসহ জোড়া গোল, জিতল মায়ামি

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:৫৭ এএম

হেডে গোল করা লিওনেল মেসির অভ্যাস নয়, তবে পছন্দের গোলের তালিকায় একসময় বার্সেলোনার হয়ে করা একটি হেডই ছিল সেরা। সেই দৃশ্য যেন আবারও ফিরিয়ে আনলেন আর্জেন্টাইন মহাতারকা।

শনিবার (২৫ অক্টোবর) মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচে মেসির উড়ন্ত হেড ও দুর্দান্ত ফিনিশিংয়ে জোড়া গোল পায় দলটি। তার নৈপুণ্যে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়ে জয় তুলে নেয় মায়ামি।

এই ম্যাচে মেসির প্রথম গোল আসে এক নিখুঁত হেডে—যা তার ক্যারিয়ারের তুলনামূলক বিরল এক দৃশ্য। এরপর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে নিজের জোড়া সম্পন্ন করেন তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে। ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মিয়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুযারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।

মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা।

এম