বিসিবির বিশ্বাস, শান্তর হাতেই লাল বলের ভবিষ্যৎ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৮:৩৯ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব নিয়ে যত জল্পনা, অবশেষে তার অবসান ঘটল। জুনে শ্রীলঙ্কা সফরে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শেষ পর্যন্ত রাজি করিয়েছে এই বাঁহাতি ব্যাটারকে। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শান্তর টেস্ট নেতৃত্ব বহাল রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে বোর্ড জানিয়ে দিল, লাল বলের ক্রিকেটে তার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।

শ্রীলঙ্কা সফরের পর টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। তখন গুঞ্জন উঠেছিল, ওয়ানডে দলের নেতৃত্ব হঠাৎ হারানোয় ক্ষুব্ধ হয়েই এমন সিদ্ধান্ত। তবে সাম্প্রতিক সময়ে বোর্ডের সঙ্গে তার সম্পর্কের বরফ গলেছে। দুই পক্ষের বোঝাপড়ার মধ্য দিয়েই তিনি আবার নেতৃত্বে ফিরছেন।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্ব নেওয়ার পর থেকে শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে দল চারটি ম্যাচে জয় পেয়েছে, একটি ড্র করেছে এবং হেরেছে নয়টিতে। তবুও দলের ভেতর আত্মবিশ্বাস ও স্থিরতার ছাপ রেখে যেতে পেরেছেন তিনি।

বিসিবি মনে করে, নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ আরও উন্নতি করবে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শান্তর নেতৃত্বে দলের মধ্যে পরিণতি ও আত্মবিশ্বাস বেড়েছে, তাই নেতৃত্বে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই।

নেতৃত্ব ধরে রাখার সুযোগ পেয়ে শান্ত নিজেও উচ্ছ্বসিত। তার ভাষায়, টেস্ট ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। তিনি বিশ্বাস করেন, আগামি মৌসুমে দলের সামনে রয়েছে দারুণ সম্ভাবনা ও চ্যালেঞ্জ।

কয়েক দিনের মধ্যেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের ব্যস্ত টেস্ট সূচি। নতুন আত্মবিশ্বাস নিয়ে শান্তর নেতৃত্বেই মাঠে নামবে বাংলাদেশ দল।

এসএইচ