ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, প্রয়োজনে মারামারি করবো: আসিফ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ১০:১৮ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত একটি কনফারেন্সে ফুটবল এবং ফুটবলারদের উদ্দেশ্যে করা বিতর্কিত মন্তব্যের কারণে জেলা প্রতিনিধি ও ক্রীড়া মহলে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি পরিচালকদের একজন আসিফ আকবর। বর্তমান বোর্ডে তিনি চট্টগ্রাম বিভাগের নির্বাচিত পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় আসিফ দাবি করেছেন, “প্রত্যেক জেলায় স্টেডিয়ামগুলো ফুটবলের দখলে আছে” এবং অভিমত ব্যক্ত করেছেন যে ফুটবলারদের আচরণ “খুব খারাপ”। কুমিল্লার উদাহরণ টেনে তিনি বলেন, “আগামী ১২ নভেম্বর কুমিল্লায় জেলা ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা, কিন্তু ২৪ নভেম্বর একই স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ফুটবল ম্যাচ আছে — এই ধরনটাই সমস্যা।”

তিনি আরও বলেন, ক্রিকেট একটি “আভিজাত্যের খেলা” এবং নিয়মকানুনের রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তার ভাষায়, “ক্রিকেটের উন্নতি ফুটবলের কারণে ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় উইকেট ভাঙে, উইকেট নষ্ট করে দেওয়া হয়।”

বক্তৃতায় নিজের আগ্রাসী মনোভাবও প্রকাশ করেন আসিফ। তিনি উল্লেখ করেন, নিজে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হওয়ায় যদি কোনো ফুটবল খেলোয়াড় মারামারি করে, তাহলে তিনি পাল্টা ব্যবস্থা নিতেও দ্বিধা করবেন না—“আমি আবার অত ভদ্র না… প্রয়োজনে মারামারি করব, নো প্রবলেম।”

তিনি বোর্ডের সিনিয়র সদস্যদের বাফুফের সঙ্গে বসে বিষয়ে সমাধান করার অনুরোধও করেন, আর জোর দেন যে ক্রিকেটারদের খেলার অধিকার সুনিশ্চিত করতে হবে।

এম