কাতারের মাঠে জেতা সিনিয়র বিশ্বকাপের পর আর্জেন্টাইন ফুটবলে যে দারুণ ধারাবাহিকতা দেখা যাচ্ছিল, সেই ধারা ধরে আরেকটি শিরোপার স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-১৭ দলও নামছিল কাতারের মাটিতে। গ্রুপ পর্বে ঝলমলে শুরু, তিন ম্যাচে তিন জয়-সব মিলিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত দাবিই জানিয়ে রেখেছিল মেসিদের উত্তরসূরীরা। কিন্তু নকআউটের কঠিন পরীক্ষায় সেই স্বপ্ন থেমে গেল টাইব্রেকারের তীব্র উত্তেজনায়।
মেক্সিকোর কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনা যুব দলকে। নির্ধারিত সময়ের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছিল ২-২ সমতায়। শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে দেন রামিরো তুলিয়ান। চমৎকার শুরুর পর ম্যাচের গতি পাল্টে দেয় মেক্সিকো। লুইস গাম্বোয়ার দুটো গোল আর্জেন্টিনার ওপর চাপ বাড়িয়ে দেয়।
ম্যাচের শেষদিকে ফার্নান্দো ক্লোস্টারের সমতার গোল আবারও ফিরিয়ে আনে আর্জেন্টিনাকে। কিন্তু নির্ধারিত সময়ের লড়াইয়ের পর ভাগ্যনির্ভর টাইব্রেকারে হাসিটা শেষ পর্যন্ত মেক্সিকোরই থাকে। এই জয়ে রাউন্ড অব সিক্সটিনে পর্তুগালের মুখোমুখি হবে তারা।
আর্জেন্টিনার জন্য হতাশা আরও বাড়ায় তাদের দুর্দান্ত গ্রুপ পর্বের পারফরম্যান্স। বেলজিয়ামের বিপক্ষে ৩–২, তিউনিশিয়ার বিরুদ্ধে ১–০ এবং ফিজিকে ৭–০ ব্যবধানে হারিয়ে শীর্ষে থেকে নকআউটে উঠেছিল তারা। কিন্তু রাউন্ডের প্রথম ধাপেই থেমে যায় তাদের শিরোপা স্বপ্ন।
উজ্জ্বল শুরু, তীব্র লড়াই, আর শেষ দৃশ্যে দুঃখ-এই তিনেই মিলল আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের বিশ্বকাপ অভিযান।
এসএইচ