নারী ক্রিকেটে টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই জমে উঠছিল। সিনিয়র ক্রিকেটারদের অভিযোগ, জুনিয়রদের মধ্যে কানাঘুষা, সোশ্যাল মিডিয়ার নানা গুঞ্জন-সব মিলিয়ে দলের ভেতরটা অস্থির ছিল বেশ কিছুদিন। সেই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েই এতদিন নীরব ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ পর্যন্ত নীরবতা ভাঙলেন তিনি, জানালেন তিনি কোনোভাবেই একনায়ক নন।
বিকেএসপিতে পুনর্বাসনে থাকা জ্যোতি বলেন, অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। তিনি বলেন, ড্রেসিংরুমে সবারই সমান অধিকার আছে। অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব থাকলেও কাউকে ছোট করে দেখার প্রশ্নই ওঠে না।
বিতর্কের বড় অংশ জুড়ে ছিল সিনিয়র ক্রিকেটার জাহানারা, রুমানা ও সালমার ক্ষোভ-জ্যোতি নাকি ‘সিন্ডিকেট’ তৈরি করেছিলেন, যার ফলে তাদের দল থেকে বাদ যাওয়া বা উপেক্ষিত হওয়ার অভিযোগ উঠেছিল। জ্যোতি জানান, এসব সিদ্ধান্ত তার হাতে নেই। তিনি ২০২১ সালে অধিনায়ক হলেও ২০২৩ পর্যন্ত দল নির্বাচনের আলোচনায়ও তাকে রাখা হয়নি। তিনি বলেন, সিলেক্টরদের কাজ তারা করেন, অধিনায়ক হিসেবে তার দায়িত্ব কেবল মাঠের ভেতর।
জ্যোতি আরও জানান, একসময় নাকি কয়েকজন সিনিয়র সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা তার অধীনে খেলতে চান না। তার ভাষায়, স্বীকৃতির অভাব থেকেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।
বিতর্কে ক্ষতবিক্ষত দল এখন ভারত সিরিজের সামনে দাঁড়িয়ে। সেই সিরিজকে সামনে রেখে জ্যোতি মনে করেন, বিশ্বাস পুনর্গঠনই এখন সবচেয়ে কঠিন কাজ। দলের ভেতরের আস্থা ও সম্পর্ক ঠিক না হলে সামনে ভালো কিছু করা কঠিন হবে।
এসএইচ