মুশফিকের শততম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ১০:২৮ এএম

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ রচিত হলো নতুন ইতিহাস। আজকের (বুধবার) ম্যাচ দিয়ে দেশের ক্রিকেট অনন্য এক পাতায় পা রাখছে। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। তার এই মাইলফলক ম্যাচে টস জিতে স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। এদিন একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। সিলেট টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের পরিবর্তে এবাদত হোসেন সাড়ে ৪ মাস এবং সৈয়দ খালেদ আহমেদ প্রায় ৭ মাস পর একাদশে ঢুকলেন। 

২০০৫ সালে অভিষেকের পর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামলেন মুশফিক। ফলে ম্যাচটিতে স্বাভাবিকভাবেই কেন্দ্রবিন্দুতে থাকবেন সাদা পোশাকে দেশের সর্বোচ্চ এই রানসংগ্রাহক। বাংলাদেশও চাইবে তার বিশেষ এই ম্যাচ জিতে আইরিশদের প্রথম কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রাইন, স্টিফেন দোহেনি, জর্ডান নিল, ম্যাথু হামপ্রিস ও গ্যাভিন হোয়ে।

এম