আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫, ০৮:২৭ পিএম
ছবি: সংগৃহীত

নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবারের আসরের পর্দা উঠছে আগামী ৯ জানুয়ারি।

ডব্লিউপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের দিন, ১০ জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়র্জ এবং গুজরাট জায়ান্টস।

প্রতিযোগিতার প্রথম পর্ব ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ পর্যায়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর খেলা হবে ৩ ফেব্রুয়ারি এবং ফাইনাল ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বিসিসিআই জানিয়েছে, এবারের আসরে ১৯৪ জন ভারতীয়সহ মোট ২৭৭ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন।

এবারের নারী আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির দলে সুযোগ পাননি। গত ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত নিলামে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার-রাবেয়া খান, মারুফা আক্তার ও স্বর্ণা আক্তার। যদিও রাবেয়া ও মারুফাকে নিলামে তোলা হয়েছিল, কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। স্বর্ণা আক্তারের নামই নিলামে অন্তর্ভুক্ত করা হয়নি।

এবারের আসরে নারী ক্রিকেটের বিশ্বস্ত ও প্রতিভাবান ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার জন্য ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা তুঙ্গে রয়েছে। প্রথম পর্ব মুম্বাইতে হলেও ফাইনাল পর্যন্ত আসরের উত্তাপ দেশজুড়ে ছড়িয়ে পড়বে।

এসএইচ