বিপিএলে রহস্যময় ইতালির ক্রিকেটার রংপুরের দলে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৩৭ পিএম
ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে রংপুর রাইডার্স গতকাল একটি নাম ঘোষণা করার পরই কৌতূহল ছড়িয়ে পড়ে। ১০ হাজার ডলার ভিত্তিমূল্যে দলে ভেড়ানো সেই ক্রিকেটার কে? এত খেলোয়াড়ের ভিড়ে তাকে কেন বেছে নিল রংপুর? প্রশ্নের কেন্দ্রে উঠে আসে একটি নাম-এমিলিও গে।

ইতালির জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এমিলিওর আসল পরিচয় ইংলিশ ক্রিকেটার হিসেবে। জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের সূত্রে ইতালির হয়ে খেলছেন, আর বাবার পরিবার গ্রেনাডার। আন্তর্জাতিক ক্রিকেটে ইতালির হয়ে তার শুরুটা ছিল ঝলমলে। চার ওয়ানডের প্রতিটিতেই করেছেন ফিফটি। টি-টোয়েন্টিতেও ডেব্যুর দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন অর্ধশতক।

গত জুলাইয়ে ইউরোপ আঞ্চলিক ফাইনালে ইতালির হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইতালির হয়ে পথচলা তার চূড়ান্ত লক্ষ্য নয়। এমিলিওর স্বপ্ন ইংল্যান্ডের হয়ে খেলতে যাওয়া। কাউন্টি ক্রিকেটেই তার পরিচিতি বেশ বিস্তৃত। ৬৭ ম্যাচে ৩৭.৩৮ গড়ে ৪১৫০ রান, ১০টি সেঞ্চুরি আর ক্যারিয়ার সেরা ২৬১ রানের ইনিংস-সব মিলিয়ে তার পরিসংখ্যান দৃষ্টি কাড়ার মতো।

ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন চেপে রাখেন না তিনি। নিয়মও আছে তার পক্ষে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, কোনো ব্রিটিশ নাগরিক পূর্ণ সদস্য দেশ নয় এমন দলের হয়ে খেললে ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে বাধা নেই।

সে সুযোগ কাজে লাগিয়েই ইতালির হয়ে খেলছেন এমিলিও। সাদা বলের ক্রিকেটে নিজেকে আরও শানিত করতে চান তিনি। কাউন্টিতে নাম তৈরি করা এই ওপেনার বিপিএলেও নজর কাড়তে চাইবেন। রংপুর রাইডার্সের দলে জায়গা করে নেওয়া তাই তার স্বপ্নপথের নতুন দরজা খুলে দিতে পারে।

এসএইচ