বিশ্বকাপ ২০২৬ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

  • সোনালী ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:৪৯ পিএম
ফাইল ছবি

ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে এখনও ছয় মাস বাকি। তবুও ফুটবলপ্রেমীদের উন্মাদনা অনেক আগেই ছড়াতে শুরু করেছে। এই উত্তাপ আরও বেড়াবে শুক্রবার (৫ ডিসেম্বর), যখন অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র। সেদিনই জানা যাবে কোন দল কার মুখোমুখি হবে ফুটবলের এই মহাযজ্ঞে।

আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশনে নামছে, নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি। তবে পথ যে সহজ নয়, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, আর্জেন্টিনা আবারও সবটুকু ঢেলে লড়াই করবে। তবে বিশ্বকাপ অত্যন্ত কঠিন প্রতিযোগিতা, যেকোনো ছোট ভুলেই টুর্নামেন্ট শেষ হতে পারে। বল পোস্টে লেগে ঢুকে গেলেই স্বপ্ন ভেঙে যেতে পারে, বা পেনাল্টিতে হারলেও একই অবস্থা।

মেসি আরো জানান, ২০২৬ বিশ্বকাপে আবারও তাকে দেখা যাবে কি না, তা শারীরিকভাবে নিজেকে প্রস্তুত বোধ করলে খেলবেন। তিনি বলেন, সত্যি বলতে, বিশ্বকাপে খেলা দারুণ অভিজ্ঞতা। যদি নিজেকে ভালো ফর্মে অনুভব করি এবং জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি, অবশ্যই খেলতে চাই।

বিশ্বকাপের উত্তাপ শুরু হওয়া মাত্রই মেসির সতর্ক বার্তাও সমর্থকদের মনে উত্তেজনা জাগাচ্ছে, যার সঙ্গে সঙ্গে আছে এই আশা যে আর্জেন্টিনা আবারও লড়াইয়ে থাকবে শক্তিশালী উপস্থিতি নিয়ে।

এসএইচ