ডিসেম্বরে ভারতের বিপক্ষে নির্ধারিত তিন ওয়ানডে ও তিন টি–টোয়েন্টির সিরিজ স্থগিত হওয়ায় খালি সময় কীভাবে কাজে লাগানো হবে—এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বাংলাদেশ নারী দলের সামনে। ভারত সরকারের অনুমোদন না মেলায় সিরিজটি আপাতত পিছিয়ে গেছে।
এই পরিস্থিতিতে নারী ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ দিতে বিসিবি আয়োজন করছে নারী বিসিএল (উইমেন্স বাংলাদেশ ক্রিকেট লিগ), যা এবারে অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। আগামী ১৫ ডিসেম্বর রাজশাহীতে শুরু হয়ে ২৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে বলে জানিয়েছে বোর্ড।
এর আগে মিরপুরে ২৬ জন নারী ক্রিকেটার নিয়ে অনুষ্ঠিত ফিটনেস ক্যাম্পের শেষ দিনে হঠাৎ উপস্থিত হন বিসিবির নতুন নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা। তিনি ক্রিকেটারদের সঙ্গে লাঞ্চে অংশ নেন, আলাপ করেন এবং একান্তভাবে তাদের কথা শোনেন।
ক্যাম্পে থাকা একজন সদস্য জানান, রুবাবা দৌলা সবার সঙ্গে পরিচিত হন এবং প্রত্যেককে সময় দেন। তিনি জানিয়েছেন, যেহেতু নারী বিসিএল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এবং বোর্ড সভাপতি এ বিষয়ে আগ্রহ দেখিয়েছেন—তাই তিনি বিষয়টি আরও সামনে এগিয়ে নিতে বোর্ডের সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে তিনি সকলকে অনুপ্রাণিত করেন এবং ভালো খেলার জন্য উৎসাহ দেন।
এম