বিসিবিকে আইসিসি

ভারতেই খেলতে হবে, নাহলে পয়েন্ট হারাতে হবে?

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৭:৩৫ এএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এই অবস্থান জানানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের বাইরে ম্যাচ আয়োজনের প্রস্তাব মানতে রাজি নয় আইসিসি। একই সঙ্গে আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই গিয়ে খেলতে হবে। অন্যথায় পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।

তবে বিষয়টি নিয়ে বিসিবির অবস্থান ভিন্ন। বোর্ড সূত্র জানায়, আইসিসির পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত নির্দেশনা বা পয়েন্ট কাটা সংক্রান্ত আলটিমেটাম দেওয়া হয়নি। বিসিবির দাবি, বৈঠকে এ ধরনের কঠোর সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে মঙ্গলবারের বৈঠক শেষ হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। বৈঠকটি আয়োজন করে আইসিসি নিজেই। এর আগে রোববার বিসিবি আইসিসিকে একটি চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করার অনুরোধ করেছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

বিশ্বকাপ ঘিরে বিসিবির উদ্বেগের পেছনে বড় একটি কারণ হিসেবে উঠে এসেছে আইপিএল ইস্যু। সম্প্রতি বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয়। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া। তবে কেন মোস্তাফিজকে ছাড়তে বলা হয়েছে—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ আইপিএল নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মোস্তাফিজুর রহমান।

এদিকে জানা গেছে, আইপিএল গভর্নিং কাউন্সিল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকই করেনি। ফলে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে কারা জড়িত ছিলেন এবং কীভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে—তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ক্রিকেট মহলে।

এম