টানা ছয় ম্যাচ হারের পর টানা দুটি জয়ে প্লে-অফের ক্ষীণ আশা জাগিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। তবে সেই স্বপ্ন আর টিকল না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল নোয়াখালী।
ব্যাটিংয়ে নেমে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত ওভারে তুলতে পারে মাত্র ১২৯ রান। জবাবে ১৮ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে চট্টগ্রাম।
চট্টগ্রামের শুরুটা ছিল হতাশাজনক। মাত্র ২৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নেওয়াজের ৪০ রানের জুটি ম্যাচে ফেরায় চট্টগ্রামকে। পরে মেহেদী হাসান ও আসিফ আলী ধীরে সুস্থে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন।
অধিনায়ক শেখ মেহেদী হাসান অপরাজিত ৪৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আসিফ আলী করেন ৩৬ রান। মোহাম্মদ নাঈম শেখ ১৮, হাসান নেওয়াজ ১১ ও মোহাম্মদ হারিস ৭ রান করেন। মাহমুদুল হাসান জয় ও মাহফিজুল ইসলাম খাতা খুলতে পারেননি।
এর আগে নোয়াখালীর ইনিংসে শুরুটা মন্দ ছিল না। ওপেনার সৌম্য সরকার ১৪ রান করে আউট হন ৩.১ ওভারে। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। মাত্র তিনজন ব্যাটার ২০ রানের ঘর ছুঁতে পারেন। জাকের আলী করেন ২৩ ও সাব্বির হোসেন ২২ রান।
চট্টগ্রামের পক্ষে ম্যাচের নায়ক ছিলেন শরিফুল ইসলাম। মাত্র ৩.৫ ওভারে ৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। পাওয়ার প্লের শেষ বলে হাসান ইসাখিলকে ফেরানোর পর ১৬তম ওভারে টানা দুই বলে হাসান মাহমুদ ও মেহেদী হাসান রান আউট হন। বিপিএলে এটি ছিল এবারের তৃতীয় ফাইফার।
এই জয়ের ফলে চট্টগ্রাম রয়্যালসের প্লে-অফ সম্ভাবনা টিকে থাকলেও নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল যাত্রা এখানেই শেষ হলো।
এসএইচ