আসিফ আকবর একটা পাগল: মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০১৬, ০৬:৩০ পিএম

ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলে নিজের ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বরিশাল বুলসের শুভেচ্ছাদূত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

অাসিফের সেই স্ট্যাটাসটি নিয়ে সোনালীনিউজসহ বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে। এর একদিন পরেই তার সেই স্ট্যাটাসের কড়া সমালোচনা করে গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) মিরপুরে কুমিল্লার সঙ্গে হেরে যাওয়ার পর মুশফিক বলেন, ‘একটা পাগল ছাড়া কেউ এমন মন্তব্য করতে পারে না। তার মাথা ঠিক আছে কিনা আমার সন্দেহ্ হচ্ছে।’

মুশফিক আরও বলেন, ‘তিনি একটা শিক্ষিত মানুষ। তার একটা সম্মান আছে। আমি বুঝতে পারছি না, সে কিভাবে এমন মন্তব্য করতে পারে। তার এই স্ট্যাটাস নিজের চোখে দেখার পর বিশ্বাস করতে পারছিলাম না। উনি একজন সেলিব্রেটি মানুষ। তার মুখ থেকে এমন মন্তব্য খুবই বিরক্তিকর। উনি যেটা বলেছে খুবই কষ্টকর। উনি যা লিখেছে, মাথা ঠিক অবস্থায় লিখেছে কিনা নাকি বেঠিক অবস্থায় লিখেছে আমি জানি না।’

মুশফিক আরও বলেন, ‘আমি কাছে পেলে তাকে প্রশ্ন করব? দেশের কোন ক্রিকেটার কিংবা কোন বিদেশি খেলোয়াড় ফিক্সিং করেছে? উনি লিখেছে ফিক্সিং করেছে নিশ্চিত? কিন্তু তার কাছে কোনও প্রমাণ নেই। তো এটাই বলে দেয়, উনি কোন অবস্থায় ছিল? এমন মানুষের কাছ থেকে এসব মন্তব্য খুবই লজ্জাজনক। একজন মানুষের পক্ষে এটা কখনও লেখা সম্ভব নয় একজন পাগল ছাড়া।’

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে আসিফ আকবর তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ক্রিকেট ক্রিকেট করে আমার এক জীবন গেল। বরিশাল বুলস কর্তৃপক্ষের উৎসাহ এবং ভালবাসায় প্রায় আট বছর পর মাঠে গিয়েছি, অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। দর্শক, উত্তেজনা, মাঠের পরিবেশ সব মিলিয়ে অদ্ভূত মূর্ছনা। শুধু বিপথগামী ডিজে গুলোর হিন্দী গানের যন্ত্রণাটা একটু পীড়া দিয়েছে, মেরুদন্ড না থাকলে যা হয় আর কি।

সব নির্মল অনুভূতি গুলোতে পানি ঢেলে দিয়েছে সন্দেহ। ১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভার গুলোতে ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। T-20 ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। সন্দেহ ঢুকেছে প্রেসবক্সেও।

অন্য কোন দলের কথা বলবো না। আমার দল বরিশাল বুলসের বিদেশী এবং দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয় তাহলে অবশ্যই তারা প্রমান খুঁজে পাবেন আমার বিশ্বাস।

গরীব দল বুলস, ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য খারাপ লাগছে। তবে আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আত্মঘাতি গোলে হেরে যাওয়ার জন্য বরিশাল বুলসের জন্য সমবেদনা । ছিলাম আছি থাকবো ক্রিকেটের সঙ্গে। জয় হোক বাংলাদেশ ক্রিকেটের । অনেক হয়েছে, এবার একটু রেকর্ডিং এ মনযোগ দেই … ভালবাসা অবিরাম ...........’

‘বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বরিশাল বুলস’

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি