মুমিনুলকে প্রশংসাবৃষ্টিতে ভাসালেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৬:২২ পিএম

ঢাকা: গত এক বছর ধরে একটা সংস্করণেই খেলে যাচ্ছেন মুমিনুল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে তাকে দেখা যায় না। অথচ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে দারুন খেলা মুমিনুলকে নিউজিল্যান্ডে সংক্ষিপ্ত ফরম্যাটে বিবেচনা করা হবে এমন প্রত্যাশা ছিল অনেকের। কিন্তু বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও মুমিনুল নিউজিল্যান্ডের এ শহর থেকে ও শহর ঘুরে বেড়িয়েছেন, খেলা হয়নি।

বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় কম। ২০১৬ সালে বাংলাদেশ মাত্র দুটি টেস্ট খেলেছে। তাই গত এক বছরে মুমিনুলের আন্তর্জাতিক ম্যাচ বলতে দুটিই। এত লম্বা বিরতি দিয়ে খেলা হলে ফর্ম, ফিটনেস ধরে রাখা কঠিন। সেই কঠিন কাজটা কি অনায়সেই না করে যাচ্ছেন মুমিনুল! ক্যারিয়ারে ২০ তম টেস্ট খেলতে নেমে নিজের গড়কে নিয়ে গেছেন ক্রিকেট ইতিহাসেরই সেরা ২০ জনের মধ্যে। অন্তত ২০ টেস্ট খেলেছেন এমন ব্যাটসম্যানদের মাঝে মুমিনুলের গড় শচীন টেন্ডুলকারের ওপরে।

বেসিন রিজার্ভের সবুজ উইকেট, বাতাসযুক্ত কন্ডিশন তারওপর যোগ হয়েছিল বৃষ্টি। এরকম বিরুদ্ধ কন্ডিশনে নামজাদা ব্যাটসম্যানদেরও সংগ্রাম করতে হয়। কিন্তু মুমিনুলের অপরাজিত ৬৪ রানের ইনিংস দেখে একবারও সেটা মনে হয়নি! তার এমন চোয়ালবদ্ধ ব্যাটিং দেখে যারপনারই মুগ্ধ তামিম ইকবাল,‘ মুমিনুল গত দুই-আড়াই বছর ধরেই খুব ভালো করছে। যদিও সে কেবল একটা সংস্করণেই খেলে। তাকে একটি টেস্ট খেলতে ছয় বা এক বছর অপেক্ষা করতে হয়। এসব বিবেচনায় নিলে সে দুর্দান্ত।’

শুরু থেকেই দলে মুমিনুলের থাকাটা কাজে দিয়েছে বলে মনে করেন তামিম। তিনি বলেন,‘ আমাদের দলের সঙ্গে প্রথম থেকেই সে আছে। এটি খুব কাজে এসেছে। অস্ট্রেলিয়াতেও সে ছিল। ওখানে দলের সঙ্গে অনুশিলন করেছে। যদিও আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি আগে খেলেছি। তবে বিসিবি ওকে দলের সঙ্গে রেখে দিয়ে খুব ভালো করেছে। সে অনুশিলনের সুযোগ সুবিধা পেয়েছে যেগুলো তার এখানে কাজে লেগেছে।’

তারপরও মুমিনুলকে নিয়ে তামিমের ঘোর কাটছে না। তার ভাষায়,‘ ছোট টেস্ট ক্যারিয়ারে অদ্ভুত ভালো খেলছে সে। আমি নিশ্চিত সে আগামীকালও ভালো করবে। সে এমন একজন ব্যাটসম্যান যে নিজের সীমাবদ্ধতা ও সামর্থ্যর বাইরে শট খেলে না। নিজের সামর্থ্য ভালো বোঝে। সেভাবে শটও খেলে। যা ওকে খুব ভালো ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি