এএফসি সম্মাননা পাচ্ছেন তৈয়ব হাসান

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৭, ০৭:৫৪ পিএম

ঢাকা: দীর্ঘদিন ধরেই মাঠে খেলা পরিচালনা করে আসছেন তৈয়ব হাসান শামসুজ্জামান। ২০১৫ সালে পরীক্ষা না দেওয়ার পরও তাকে এলিট প্যানেলে রাখে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। গত বছরেই শেষ হচ্ছে তৈয়ব হাসানের মেয়াদ। নির্ধারিত মেয়াদে ভাল নৈপুন্য দেখানোয় সম্মাননা পেতে যাচ্ছেন তিনি।

আগামী ১৯ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কর্তৃক এক বিশেষ সম্মাননা প্রদান করা হবে তৈয়ব হাসানকে।

উল্লেখ্য, তৈয়ব হাসান ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিফা রেফারি হিসেবে দেশে ও বিদেশে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। একইসাথে বাংলাদেশের প্রথম রেফারি হিসেবে এই প্রথমবারের মতো তিনি এই সম্মাননা অর্জন করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই