সাব্বিরের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

  • ক্রিড়া ডেস্ক   | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৯:৩২ এএম

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচের তৃতীয় দিন বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়ালেও চতুর্থ দিন নির্দিষ্ট সময়ই খেলা শুরু হয়। নিজেদের প্রথম ইনিংসে ৩৫৪ করে সবকটি উইকেট হারায় স্বাগতিকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত একাদশের সিনিয়র প্লেয়ারদের হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা। ৩৬ ওভার ২ শেষে ৫ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। 

৬৫ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার তামিম ইকবালের (৮) উইকেট হারায় সফরকারীরা। টিম সাউদির বলে মিচেল স্যান্টনারের ক্যাচে পরিণত হন তিনি। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ দেখেশুনে খেলতে থাকেন।

প্রথম ইনিংসে দারুণ খেলার পর এদিনও ভালো কিছু শটে নিজের ইনিংস বড় করতে থাকেন সৌম্য। তবে দলীয় ৫৮ রানের মাথায় কলিন ডি গ্র্যান্ডহোমের বলে আউট হন বাঁহাতি তিনি। ৬৪ বলে ছয় চারে ৩৬ রান করেন তিনি। উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ব্যক্তিগত আট রানের সময় সাউদির বলে প্যাভিলিওনের পথ ধরেন।

এরপর নাজমুল হাসান শান্তকে নিয়ে ভালই করছিলেন মাহমুদুল্লাহ ৬৭ বলে ৩৮ রান করে ওয়াগনারের বলে আউট হন তিনি। এর মধ্যে ছিলো ৫টি চারের মার। 

এরপর সাব্বির রহমান ক্রিজে এসে বেশিক্ষণ থাকতে পারেননি। মাত্র ১১ বল খেলে শূন্য রানে সাজ ঘরে ফিরেন সাব্বির। প্রতিবেদন লেখা পর্যন্ত পাঠে আছেন নাজমুল হাসান শান্ত ৫০ বল খেল ১০ রানে।

এর আগে বাংলাদেশ থেকে প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থাকা কিউইরা চতুর্থ দিনে বাকি তিন উইকেট হারিয়ে ‍আরও ৯৪ রান যোগ করে। শেষ পর্যন্ত ৩৫৪ করতে সমর্থ হয় স্বাগতিকরা। 

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই