‘শাটল টাইম বাংলাদেশ’র উদ্বোধন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০১৭, ০৮:০৭ পিএম

ঢাকা: অষ্ট্রেলিয়ান সরকারের আর্থিক সহযোগিতায় শুরু হলো ‘শাটল টাইম বাংলাদেশ’। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে শাটল টাইম প্রোগ্রামের আওতায় চার দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও স্থানীয় সরকার ও পল্লীউন্নয়ন মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

‘শাটল টাইম বাংলাদেশ’ কার্যক্রমে টেকনিক্যাল সহযোগিতা দিচ্ছে ব্যাডমিন্টন ওর্য়াল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন এশিয়া এবং স্পোর্টস ম্যাটার। এই প্রশিক্ষণ কর্মশালার আওতায় দেশের বিভিন্ন বিভাগ থেকে ১৮ জন টিউটর ও ঢাকার বিভিন্ন স্কুল থেকে প্রায় ৪০জন ছাত্র-ছাত্রী এবং ২৪জন শিক্ষক অংশগ্রহন করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পোর্টস ম্যাটার এর সিইও মিস জ্যাকি লউফ এবং ব্যাডমিন্টন এশিয়ার ডেভেলপমেন্ট অফিসার ও শাটল টাইম বাংলাদেশের পরিচালক মি. সামবানথান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গোলাম আজিজ জিলানী এবং সহকারী কো-অর্ডিনেটর ও ফেডারেশনের সদস্য কাজী হাসিবুর রহমান শাকিল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই