ব্যাটসম্যানদের প্রতি পূর্ণ আস্থা মিরাজের

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০১৭, ১০:১৩ পিএম

ঢাকা: বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সকালে লোকেশ রাহুলকে আউট করে হায়দ্রাবাদ টেস্টে ভাল কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে মিস ফিল্ডিংয়ের মহড়ায় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি হাওয়ায় মিলিয়ে গেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনে বিরাট কোহলির ডাবল সেঞ্চুরির সুবাদে ৬৮৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে দিন শেষে সৌম্য সরকারকে হারিয়ে ৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এখনো ৬৪৬ রানে পিছিয়ে মুশফিকুর রহীমের দল।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ব্যাট হাতে মাঠে নামবেন তামিম ইকবাল আর মমিনুল হক। আরো রয়েছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। মোট কথা ব্যাটসম্যানদের প্রতি পূর্ণ আস্থা রাখতে চান অলরাউন্ডার  মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেটিই জানালে তিনি। মিরাজ বলেন, ‘আমার বিশ্বাস- আমাদের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারবেন। বিশেষ করে তামিম ভাই উইকেটে আছেন। মুশফিক ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাইরা আছেন। এ উইকেটে তারাও ভালো ব্যাটিং করতে পারবেন। ওনারা যদি ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে আমার বিশ্বাস- দলও একটা ভালো অবস্থানে যেতে পারবে।’

নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে টাইগার ব্যাটসম্যানেরা বেশ ভালো ব্যাটিং করেছিলেন। ৫৯৫ রানে ইনিংস ঘোষণাও করেছিলেন। সেই উদাহরণ টেনে সংবাদ সম্মেলনে মিরাজ বললেন, ‘নিউজিল্যান্ডেও দেখেছি যে, একটা ম্যাচে কিন্তু আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো অবস্থায় আছে। আশা করি দুটা-তিনটা বড় ইনিংস হলেই আমাদের পক্ষেও বড় স্কোর গড়া সম্ভব।’

ভারতের পাহাড়সম এই রানের জবাবে শুরুতেই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। এখন টাইগারদের মানসিকতা কেমন এমন প্রশ্নের জবাবে মিরাজ বললেন, ‘অবশ্যই আমাদের মানসিক অবস্থা খুব ভালো। আগের টেস্টগুলোতে তাকালে দেখবেন, আমরা ভালো খেলেছি। নিউজিল্যান্ডেও এক ইনিংসে ৫৯৬ রান করেছি। আমাদের আত্মবিশ্বাস আছে- ব্যাটসম্যানরা যদি ভালো ব্যাট করতে পারে, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাট থেকে যদি রান আসে, তাহলে আমার বিশ্বাস- ইনশাআল্লাহ আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই