সুযোগ হাতছাড়া করতে চান না মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৫:০২ পিএম

ঢাকা: মুত্তিয়া মুরালিধরণ, কুমার সাঙ্গাকারা-মাহেলা জয়াবর্ধনেরা যখন ছিলেন তখন বাংলাদেশ-শ্রীলংকা এক তরফা লড়াই হয়েছে। বাংলাদেশ হারবে এটাই ছিল নিয়তি নির্ধারিত। ১৬ টেস্টের ১৪টিতে পরাজয় তো তাই প্রমাণ করে। দুটি টেস্ট বাংলাদেশ ড্র করতে পেরেছে।  কিন্তু সময় বদলে গেছে। এই বাংলাদেশ প্রতিপক্ষের চোখে চোখ রেখে এখন লড়াই করে।

এই মুহূর্তে ভাঙাগড়ার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলংকা দল। তারওপর হ্যামস্ট্রংয়ের চোটে পড়ে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জলো ম্যাথিউজ। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সুযোগটা তাই বাড়ছে। মুশফিকের দল কী পারবে সেই সুযোগ কাজে লাগাতে? বাংলাদেশ টেস্ট অধিনায়ক বলছেন,‘ সুযোগ তো অবশ্যই। প্রতিটি সিরিজে সবার জন্য নতুন করে সুযোগ থাকে। ওদের সেরা ক্রিকেটাররা এখন নেই। নিয়মিত অধিনায়ক ম্যাথিউজও নেই। তবুও ভুলে গেলে চলবে না খেলা তাদের ঘরের মাঠে। আমরাও জানি, বাংলাদেশ দল আগের চেয়ে অনেক পরিণত। অনেক ভালো ক্রিকেট খেলছি  আমরা। সেদিক দিয়ে একটা সুযোগ তো অবশ্যই।’

বাংলাদেশের প্রধান কোচ থেকে ব্যাটিং  কোচ সবাই শ্রীলংকার। তাই বাংলাদেশও বাড়তি সুবিধা পাবে। মুশফিকও বলছেন, এটা তাদের কাজে দেবে,‘ আমাদের কোচিং স্টাফের বেশির ভাগই শ্রীলংকান। তাদের কাছ থেকে অনেক তথ্য জানতে পেরেছি। আশা করি, সেটা আমাদের কাজে দেবে।’

শ্রীলংকা সফরেই বাংলাদেশ শততম টেস্ট খেলবে। কলম্বোর পি সারা ওভালে ম্যাচটি শুরু হবে ১৫ মার্চ  থেকে। ঐতিহাসিক টেস্ট স্মরণীয় করে রাখতে চান মুশফিকও,‘ এটা একটা মাইলফলক। শততম টেস্ট শুধু আমার জন্য নয়, পুরো জাতির জন্য গর্বের।  এটা মাথায় রেখে কিছু লক্ষ্য ঠিক করব এবং সেটা অর্জনের চেষ্টা করব, যেটা দেশের জন্য সম্মান বয়ে আনবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি