দ্বিতীয় উইকেটটা মিরাজের দখলে

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৭, ২০১৭, ০১:০২ পিএম
মেহেদি হাসান মিরাজ

ঢাকা: লঙ্কান দূর্গে প্রথম আঘাতটা হেনেছিলেন শুভাশিষ রায়ই। দ্বিতীয় আঘাতও ছিলো তার! কিন্তু, বলটা ছিলো নো। তাইতো দ্বিতীয় উইকেটের আফসোস থেকেই গেল তার! 

মোস্তাফিজ ও তাসকিনকে দিয়ে ৫ ওভার করিয়ে বোলিংয়ে পরিবর্তন আনলেন মুশফিকুর রহিম। শুভাশিষকে এনেই বাজিমাত। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শুভাশিষ ফেরালেন উপুল থারাঙ্গাকে। বলটিতে একটু বাড়তি পেস ছিল। অফ স্টাম্পের ওপর পড়ে তা ভেঙে দেয় থারাঙ্গার রক্ষণ।

লঙ্কানদের ওপর চাপ আরও বাড়তে পারত। থারাঙ্গাকে ফেরানোর পরের বলটিই কুশল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিয়েছিল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। দারুণ ক্যাচ নিয়েছিলেন লিটন। কিন্তু দুর্ভাগ্য, টিভি রিপ্লেতে দেখা গেল বোলিংয়ের সময় ক্রিজের বাইরে পা পড়েছিল শুভাশিসের—নো বল!

দ্বিতীয় উকেটটা হলো না শুভাশিষের এই দখল করলেন মেহেদি মিরাজ। মধ্যাহ্ন ভোজে যাওয়ার এক ওভার আগেই দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। মেহেদি হাসান মিরাজের অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন ওপেনার করুনারত্নে। ব্যাটের ভেতরের কানায় লেগে বল আঘাত হানে স্টাম্পে। 

শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬১ রান। ক্রিজে আছেন কুশল মেন্ডিস (১৯) ও চান্দিমাল (১)।  

সোনালীনিউজ ডটকম/ঢাকা/এআই