চা বিরতির আগেই ফিরে গেলেন সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০১৭, ০৩:১৮ পিএম

ঢাকা: চা বিরতির আগে ওটা ছিল শেষ ওভার। ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি নিয়ে লঙ্কানদের ভোগন্তিতে রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু  চার বিরতির ঠিক পূর্ব মুহূর্তে ছন্দ হারিয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে।

লঙ্কান স্পিনার সান্দাকানের নির্বিষ এক ডেলিভারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিলেন তিনি। এতে ৪২১/৭ সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৩ রানে এগিয়ে। সাকিব করেন ১১৬ রান। ১৫৯ বলে ইনিংসে সাকিব হাঁকান ১০টি বাউন্ডারি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ টেস্টের মোকাবিলায় বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পেল এ নিয়ে দ্বিতীয়বার। এর আগে ২০১৩ সালে গল টেস্টে এমন কৃতিত্ব দেখান টাইগাররা। কলম্বোয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে অলআউট করে বাংলাদেশ। জবাবে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলায় বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০৬ রান। টাইগাররা ইতিমধ্যে ৬৮ রানের লিড পেয়েছে। সাকিব আল হাসান ১০২ ও মোসাদ্দেক হোসেন ৫২ রানে অপরাজিত। সাকিবের এটি পঞ্চম টেস্ট সেঞ্চুরি। সপ্তম উইকেটে তারা ১১৬ রানে অবিচ্ছিন্ন। এর আগে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে গতকাল দ্বিতীয়দিন শেষ করে তারা। সাকিব আল হাসান ১৮ ও মুশফিকুর রহিম ২ রানে অপরাজিত ছিলেন। আজ ষষ্ঠ উইকেটে ৯২ রান যোগ করে মুশফিক ফেরেন ৫২ রানে।

এর আগে বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে তামিম ইকবাল ৪৯, সৌম্য সরকার ৬১, ইমরুল কায়েস ৩৪ ও সাব্বির রহমান করেন ৪২ রান।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশিষ রয় ও মোস্তাফিজুর রহমান।