মাগুরায় প্রধানমন্ত্রীর মুখে সাকিব বন্দনা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২১, ২০১৭, ১০:১৫ পিএম

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট বিশ্বের বিস্ময় হিসেবে উল্লেখ করেছেন। তিনি সাকিবের জন্মস্থান মাগুরায় গিয়ে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে ভাষণকালে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন,‘ যেখানে আপনাদের সূর্য সন্তান ও ক্রিকেট বিশ্বের বিস্ময় সাকিব আল হাসানের জন্ম হয়েছে সেই মাগুরার জনগণকে আমি প্রথমে অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বলেন,‘  বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছে।’ তিনি এই ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পুনরায় অভিনন্দন  জানান।

বাংলাদেশের জয়ের পরপরই ক্রিকেট অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রী কলম্বোতে মুশফিক-সাকিবদের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি তাদের অভিনন্দন জানান। এসময় শেখ হাসিনা বলেন,‘ তোমরা ইতিহাস সৃষ্টি করেছ। তোমরা যেন এ বিজয় ধরে রাখতে পার এজন্য আমি তোমাদের দোয়া করি।’ এরপর প্রধানমন্ত্রী জয় বাংলা বলে টেলিফোনে কথা বলা শেষ করেন।  

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি