হকির চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরু

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৭, ০৭:৪৩ পিএম

ঢাকা: জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ও বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় বুধবার (২২ মার্চ) থেকে শুরু হয়েছে হকির তৃণমুল প্রশিক্ষন কর্মসূচীর চূড়ান্ত পর্ব। এদিন রাজধানীর মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও তৃণমুল প্রশিক্ষনের প্রোগ্রাম ডাইরেক্টর দীল মোহাম্মদ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ, যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান, জাতীয় হকি দলের কোচ অলিভার কার্টজ।

প্রশিক্ষন কার্যক্রম পরিচালনায় কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন আজিজউল্লাহ হায়দার জামাল, তারিকউজ্জামান নান্নু ও হেদায়েতুল ইসলাম রাজিব। হকি কোচ অলিভার উপদেষ্টা কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের আগস্ট হতে তৃণমুল পর্যায়ে হকি প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়। সর্বমোট ১২৫০ জন হকি খেলোয়াড় তৃণমুল পর্যায়ে অংশগ্রহণ করে। এর মধ্যে দ্বিতীয় ধাপে ৪৫০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। তৃতীয় ধাপে ১২০ জনকে বাছাই করা হয়। চূড়ান্ত পর্যায়ে বাছাই করা ২৮জনকে ৪৫দিন ব্যপী প্রশিক্ষন প্রদান করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই