দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০১৭, ১১:১২ এএম

ঢাকা: আগের দুটি ওয়ানডেতে বাংলাদেশ টস জিততে পারেনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে (এসএসসি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। জিতে তিনি বোলিং বেছে নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে ৬৬ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। দানুশকা গুনাথিলাকা ২২ এবং উপল থারাঙ্গা ২৮ রান নিয়ে অপরাজিত আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা বিনা উইকেটে ৩২ রান তুলেছে। তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাশরাফি- মোস্তাফিজদের স্বচ্ছন্দে খেলে যাচ্ছেন। দানুশকা গুনাথিলাকা ১৬ ও উপুল থারাঙ্গা ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

এদিন বাংলাদেশ দল অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে। বাংলাদেশ দলে পরিবর্তন না হলেও শ্রীলঙ্কা একটি পরিবর্তন হয়েছে। নুয়ান প্রদীপের জায়গায় এসেছেন প্রসন্ন।
টস জিতে বোলিং বেছে নেওয়ার কারণ উল্লেখ করে মাশরাফি বলেন,‘ গত দুদিন ধরে এখানে বৃষ্টি হয়েছে। উইকেটে কিছু ঘাস আছে। দ্রুতই বল সুইং করতে পারে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি