নিষেধাজ্ঞামুক্ত পাঁচ ফুটবলার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৯:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: গত মৌসুমে আবাহনীকে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে ছিলেন। কিন্তু চলতি মৌসুমে দল পাল্টাতে গিয়ে সমস্যায় পড়েছিলেন আরিফুল ইসলাম, শাকিল আহমেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মণ ও জুয়েল রানা। এক বছরের জন্য নিষিদ্ধও হয়েছিলেন। অবশেষে অভিযোগ থেকে মুক্তি পেলেন তারা। তাদের পুরনো ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে লড়াই জিতে দলবদলের জন্য উন্মুক্ত হয়েছেন।

বিষয়টি নিয়ে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বেশ কয়েকটি সভা করে খেলোয়াড়দের পক্ষেই রায় দিয়েছে। রোববার (২৪ এপ্রিল) রাতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুাযায়ী এ পাঁচ ফুটবলারের দলবদলে কোন বাধা নেই। যেকোনো ক্লাবের হয়েই খেলতে পারবেন তারা। যদিও এই পাঁচ ফুটবলার আগেই প্রিমিয়ারে লিগে সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ঠিক করে ফেলেছিলেন, যারা নতুন দল।

বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সামনে হাজির হয়ে পাঁচ ফুটবলার বক্তব্য দেয়ার পাশপাশি লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন করেন। আবাহনীও তাদের বক্তব্য উপস্থাপন করে। দুই পক্ষের বক্তব্য শুনে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি রায় দেয় পাঁচ ফুটবলারের পক্ষেই।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই