মুশফিকের ২৪তম হাফ সেঞ্চুরি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৭, ২০১৭, ০৭:০৯ পিএম

ঢাকা: তামিম ইকবাল ও সাব্বির রহমানের উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশ দলকে চাপমুক্ত করতে মাঠে নামেন মুশফিকুর রহীম। দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টায় সৌম্যর সাথে ৩৮ এবং মাহমুদউল্লাহর সাথে ৪৯ রানের জুটি গড়েন। ধৈয্যের প্রতীক হয়ে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটসম্যান তুলে নেন হাফ সেঞ্চুরি।  

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানে চার উইকেট হারানো লাল সবুজের দলকে টেনে তোলার দায়িত্ব নেন মুশফিক। প্রথমে সৌম্য, এরপর মাহমুদউল্লাহর সাথে জুটি গড়েন তিনি। তুলে নেন ক্যারিয়ারের ২৪তম ওয়ানডে হাফ সেঞ্চুরি।

অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশিদূর এগোতে পারেননি মুশফিক। ৬৬ বলে ৪টি চার ও ১টি চারের সাহায্যে ৫৫ রান করে আউট হন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এই ম্যাচে মাঠে নামার আগে পর্যন্ত  ১৬৯ ম্যাচে ৩১.৩০ গড়ে ৪১৩২ রান সংগ্রহ করেন তিনি। রয়েছে চারটি সেঞ্চুরি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই