আইপিএল থেকে কেকেআরের বিদায়?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৯, ২০১৭, ১০:৪৭ পিএম

ঢাকা: পরিসংখ্যানে সবসময়ই এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার বেঙ্গালুরুতে দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে আইপিএলে দু’দলের দেখা হয়েছিল ২০ বার। তাতে ১৫ বারই হেসেছে মুম্বাই। চিরাচরিত সেই ছবি দশম আইপিএলেও বদলায়নি।

এবারও দু’বারের দেখায় দু’বারই হেরেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

জিতলেই ফাইনাল এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আবার খেই হারিয়ে ফেললো কিং খানের দল। ১৮.৫ ওভারে কেকেআর স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ১০৭ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে টপকে যাওয়া কোনো ব্যাপার না। এ প্রতিবেদন লেখার সময় মুম্বাই এক ওভার শেষে বিনা উইকেটে ১১ রান তুলেছে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন টস জিতে রোহিত শর্মা ব্যাটিং করতে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীরের দলকে। মুম্বাইয়ের বোলাররা ৩১ রানের মধ্যে কেকেআরের পাঁচ উইকেট ফেলে দিয়ে কোমর ভেঙে দেয়। শেষ অবধি শাহরুখের দল আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাদের ১০৭ রানেই গুটিয়ে যেতে হয়েছে। সর্বোচ্চ ৩১ রান করেছেন সুরাইয়া কুমার যাদব। এছাড়া জাগ্গি করেন ২৮ রান। বাকিদের রান বোলার মতো না।

কেকেআরকে জঘণ্য ব্যাটিং করাতে বাধ্য করেছেন কর্ণ শর্মা ও জসপ্রীত বুমরাহ। শর্মা ১৬ রানে চারটি আর বুমরাহ মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। জোড়া উইকেট শিকার করেছেন মিচেল জনসন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম