ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন না বশির চাচা!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩০, ২০১৭, ০৩:৩০ পিএম

ঢাকা: ভারতের সুধীর গৌতমের কথা সবার জানা। পিঠে শচীন টেন্ডুলকারের নাম লিখে ঘুরে বেড়ান দেশ থেকে দেশান্তর। ভারতের খেলা থাকলে দেখা মিলবেই সুধিরের। তেমনি পাকিস্তানের রয়েছে একজন মোহাম্মদ বশির। ভারত-পাকিস্তান প্রতিটি ম্যাচেই তিনি হাজির থাকেন। ‘চাচা’ নামেই পরিচিত বশির৷মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত তিনি। ধোনির সৌজন্যে প্রচুর ম্যাচ দেখার টিকিট পেয়েছেন চাচা। পাকিস্তানের এক নম্বর সমর্থক এখন আর নিজ দেশের জন্য গলা ফাটান না। তিনি ভারতের সমর্থক হয়ে গেছেন! অবাক করা ব্যাপার হলেও এখন এটাই সত্যি!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির এই লড়াইয়ে গ্যালারিতে থাকবেন না বশির। করাচির চাচা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় থাকেন। গত ছয় বছরের মধ্যে এই প্রথম তিনি ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন না। অবশ্য তাতে খুব একটা হতাশ নন চাচা,‘ এখন আর দু’দেশের লড়াইয়ে কোনো মজা নেই। ভারত অনেকটা এগিয়ে গেছে। ২০১১ বিশ্বকাপে আমি মোহালিতে ছিলাম। তারপর থেকে ভারত-পাকিস্তান কোনো ম্যাচ দেখা বাদ দেয়নি। বার্মিংহ্যামে যাওয়ার ইচ্ছা ছিল। এমন কী সুধিরও আমায় ফোন করে জিজ্ঞাসা করেছিল, আমি আসছি কি না! ওকেও বললাম এবার হবে না৷আসলে ম্যাচটা যখন চলবে তখন আমাদের রমজান। পরিবারের সঙ্গে মক্কায় যাব। ওখানেই একটা মাস থাকবো।’

পাকিস্তান দলকে নিয়ে আক্ষেপও আছে বশিরের। বলেন, ‘এই পাকিস্তানকে সহজেই হারানো উচিত ভারতের। টুর্নামেন্টে চ্যাম্পিয়নও তাঁদের হওয়া উচিত।’ এরপর যোগ করেন, ‘ভারতে ধোনি, কোহলি, যুবরাজ রয়েছে। আর পাকিস্তানে তো বড়  কোনো খেলোয়াড়ই নেই৷অথচ আগে কী সব নাম ছিল! মিয়াঁদাদ- আকরাম-ইউনিস। এখন তো বেশিরভাগ ক্রিকেটারের নামই জানি না।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই