জাপান সফরে যাচ্ছে ছোটনবাহিনী

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৫, ২০১৭, ০৯:৪৭ পিএম

ঢাকা: দেশের ফুটবলের ঘোর দুর্দিনে যা একটু আলো জ্বেলে রেখেছেন মেয়েরাই। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে সানজিদা-কৃঞ্চারা। তাদের নিয়েই স্বপ্ন দেখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ন হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে জাপান সফরে যাচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আগামী ১৮-২৪ জুন পর্যন্ত জাপানের ওসাকায় জে-গ্রিন সাকাই ন্যাশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ এবং কিছু প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা জাতীয় ফুটবল দল। সেখানে কৃষ্ণাবাহিনী খেলবে ৫টি ম্যাচ। সেই লক্ষ্যে শুক্রবার (১৬ জুন) রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে জাপানের ওসাকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে মেয়েরা।

এ উপলক্ষ্যে বুধবার (১৫ জুন) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সশয় কোচ ছোটন বলেন, ‘এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাইপর্বে কোয়ালিফাই করার পরই আমরা জানতে পারি কারা আমাদের প্রতিপক্ষ। তখনই বাফুফে সভাপতিকে বলেছিলাম মেয়েদের উন্নত প্রশিক্ষণ এবং প্রচুর ম্যাচ খেলার ব্যাপারে। সেই ব্যবস্থা তিনি করেছেন। মেয়েরা অনেকদিন ধরেই কঠোর পরিশ্রম করছে। তারা প্রতিনিয়ত উন্নতি করছে। তারা নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করছে। চূড়ান্তপর্বের খেলা শুরু হতে এখনও মাস তিনেক বাকি। জাপানে আমরা আগেও গিয়ে খেলে এসেছি। ওখানে গিয়ে আমরা প্রশিক্ষণ এবং ম্যাচ খেলার পাশাপাশি এডুকেশন ক্লাসও করবো। যা দলের ফুটবলারদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। যেসব সুযোগ-সুবিধা পাব, তা সবাই মিলে কাজে লাগাতে চেষ্টা করবো।’

দলের অধিনায়ক কৃষ্ণা রাণী বলেন, ‘আমাদের অনুশীলন ভাল হচ্ছে। আশা করি ওখানে গিয়ে ভাল খেলবো। স্যাররা আমাদের যেভাবে শেখাচ্ছেন, তা কাজে লাগাতে চাই। আগেও জাপানে গিয়ে খেলেছি। তখন আমরা যেসব ভুল করেছিলাম, আশা করি এবার সেগুলো হবে না। সর্বোপরি থাইল্যান্ডে গিয়ে এর সুফল পাব বলে আশা করি।’

বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘কয়েকমাস আগে মেয়েরা জাপান, চায়না ও সিঙ্গাপুরে গিয়ে খেলে এসেছে। সেপ্টেম্বর পর্যন্ত মেয়েরা আরও তিনটি দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এএফসির মূলপর্বে আমাদের প্রতিপক্ষ সাত দলই অনেক শক্তিশালী। তাদের সঙ্গে টক্কর দেয়ার জন্য আমাদের ভাল প্রস্তুতি দরকার। তারই ধারাবাহিকায় মেয়েদের আবারও জাপান পাঠানো হচ্ছে। এরপর তারা দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামেও যাবে। থাইল্যান্ডের আবহাওয়া ভিয়েতনামের মতোই। এজন্য আমরা পরিকল্পনা আছে মেয়েদের ভিয়েতনাম থেকেই থাইল্যান্ডে পাঠিয়ে দেয়ার। মোটকথা, চূড়ান্ত পর্বের আগে আমরা মেয়েদের ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি ভালভাবে তৈরি করতে চাই।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই