সরফরাজকে ইমরানের পরামর্শ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৭, ২০১৭, ০৬:০১ পিএম

ঢাকা: তিনি পাকিস্তানকে বিশ্বকাপ উপহার দিয়েছেন। এখন আর ক্রিকেটের সঙ্গে নেই। জড়িয়ে গেছেন রাজনীতির সঙ্গে। তিনি ইমরান খান। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি। তিনি যখন কোনও কথা বলেন সেটা যথেষ্ট গুরুত্ব বহন করে। সাবেক অধিনায়ক ইমরান সরফরাজকে একটি মূল্যবান পরামর্শ দিয়ে বলেছেন, ‘ফাইনালে ভারতকে হারাতে পারলে প্রথম ম্যাচে কোহলিদের কাছে হারের বদলা এবং ট্রফি দুটোই পাওয়া যাবে।’

রোববার (১৮ জুন) ফাইনাল শুরুর ২৪ ঘন্টা আগে এভাবেই সরফরাজদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান নেতা।

১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান শুরুতেই হোঁচট খেয়েছিল। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইমরানের দল শক্তিশালি ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে ১২৪ রানে হেরে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। পরে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। এরপর স্বাগতিক ইংল্যান্ডকে হেলায় হারিয়ে ফাইনালে চলে যায় সরফরাজের দল।

ভারতের বিরুদ্ধে ফাইনালের আগে পাকিস্তানের বোলিংকে এগিয়ে রাখছেন ইমরান। তাঁর কথায়,‘ ব্যাটিং লাইনআপই ভারতের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে টুর্নামেন্টে বল হাতে হাসান আলী আগুন ঝরাচ্ছেন। বোলিংয়ের তুলনায় পাকিস্তানের ব্যাটিং দূর্বল। তাই টসে জিতে প্রথমে ব্যাটিং করা উচিৎ।’

ইমরান প্রশংসা করেছেন সরফরাজের সাহসী নেতৃত্বেরও, ‘সরফরাজের সাহসী নেতৃত্ব আমাকে অবাক করেছে।’ এখন দেখাই যাক, ফাইনালে ভারতের বিপক্ষে তিনি কতটা সাহস দেখাতে পারেন!

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই