পাকিস্তানের আধিপত্য মেনে নিলেন কোহলি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০১:০১ এএম

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দেবে ভারত। ফাইনাল নিয়ে অনেকের ভবিষ্যদ্বাণী এরকমই ছিল। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান সব হিসাব-নিকাষ উল্টে দিতে জানে। যেটা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখেছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। শেষে দেখল ভারত। বিরাট কোহলি দল না বোলিং করতে পারল ভালো না ব্যাটিং। সব বিভাগেই ছিলে পাকিস্তানীদের আধিপত্য।

ম্যাচ শেষে পাকিস্তানীদের আধিপত্য মেনে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বললেন,‌ ‘পাকিস্তানকে অভিনন্দন জানাতে চাই। এটা তাদের জন্য এক বিস্ময়কর টুর্নামেন্ট। যেভাবে তারা সব নিজের করে নিল নিজেদের দুর্দশার কথা বর্ণনা করতে গিয়ে কোহলি বলেন, ‘এটা আমাদের জন্য হতাশার। তারপরও আমার মুখে হাসি দেখছেন। কারণ খুব ভালো খেলেই আমরা ফাইনালে উঠেছিলাম। তারা আমাদের আজ সব বিভাগেই একেবারে উড়িয়ে দিল। এর সব কৃতিত্ব তাদের। খেলায় এমনটা ঘটেই থাকে। আমরা কাউকে কখনো হালকাভাবে নেই না। কিন্তু এদিন তারা খুব বেশি আগ্রাসী ও উজ্জীবিত ছিল।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই