উইম্বলডনে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া?

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৫:০৯ পিএম

ঢাকা: ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া পড়েছে টেনিসকে ঘিরে। উইম্বলডনেও ম্যাচ ফিক্সিং হয়েছে! বুধবার এমন খবরই দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুল প্রচারিত দৈনিক। শুধু উইম্বলডন নয়, তার আগের ফ্রেঞ্চ ওপেনেরও অন্তত একটি ম্যাচকে ‘সন্দেহজনক’ তালিকায় রাখা হয়েছে। আসলে পেশাদার টেনিস দুনিয়ার যাবতীয় ম্যাচের নিরীক্ষণের দায়িত্বে থাকা ‘টেনিস ইন্টিগ্রিটি ইউনিট’ বা ‘টিউ’ সাধারণত এই বিষয়গুলির ওপর নজরদারি চালায়।

বুধবার (১৯ জুলাই) তাদের পক্ষ থেকে প্রকাশিত একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, রোলাঁ গারোর টেনিস মহা আসরে অন্তত একটি ম্যাচকে সন্দেহের উর্ধ্বে রাখা যাচ্ছে না। অন্যদিকে, সদ্য শেষ হওয়া উইম্বলডনের তিনটি ম্যাচও রয়েছে তাদের নজরদারিতে। যারমধ্যে একটি ম্যাচ মূলপর্বে খেলা হয়েছে। অন্য দুটি কোয়ালিফাইং রাউন্ডে। এই ম্যাচগুলোকে নতুন করে পর্যবেক্ষণে আনতে চায় ‘টিউ’।

জানা গেছে, এপ্রিল থেকে জুন-এই তিন মাসে সার্কিটে ৩১,২৮১টি পেশাদার ম্যাচ খেলা হয়েছে। যারমধ্যে ৫৩টি ম্যাচকে ফিক্সিং সংক্রান্ত ‘কালো’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর