আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের কো. ফাইনাল রোববার

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ০৫:৫৮ পিএম

ঢাকা: জমে উঠেছে ওয়ালটন ১ম আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৭। গ্রুপ পর্বে ২০ দলের জমজমাট লড়াই শেষে  কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি দল। আগামী রোববার (২৩ জুলাই) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লড়বে শীর্ষ আট দল।

এদিন সকাল ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন আইইউবি ও ‘ডি’ গ্রুপ রানার্স আপ সিটি ইউনিভার্সিটি। সকাল ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ‘বি’ গ্রুপ রানার্স আপ ইউল্যাব ও ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক গ্রিন ইউনিভার্সিটি।

বেলা ২.৩০মিনিটে তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ফারইস্ট ইউনিভার্সিটি ও ‘সি’ গ্রুপ রানার্স আপ আইইউবিএটি। বিকেল সাড়ে চারটায় চতুর্থ ম্যাচে মাঠে নামবে ‘এ’ গ্রুপ রানার্স আপ ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি।

টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামী বুধবার। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২ লাখ ও রানার্স-আপ ১ লাখ টাকা প্রাইজমানি পাবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই