বন্ধুত্বের হাত বাড়িয়ে পাকিস্তান সফরে শ্রীলঙ্কা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৭, ০৪:৩৭ পিএম

ঢাকা: ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে বন্দুকধারীদের অতর্তিক হামলার পর থেকে দেশান্তরী হয়ে পড়েছে পাকিস্তানের ক্রিকেট। মাঝে অনেক চেষ্টা তদবির করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে সেদেশে আনতে পেরেছিল। কিন্তু বড় কোনও দল পাকিস্তান সফরে যেতে সাহস করতে পারেনি। কারণটা সবারই জানা, নিরাপত্তা। এই ইস্যুতে বড় দলগুলো পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি।

সুখবর হলো, যে দলটির ওপর বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়েছিল সেই শ্রীলঙ্কাই আবার পাকিস্তান সফরে যাচ্ছে। এই সফরে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে চায়।  বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, ‘সেপ্টেম্বরে আমরা পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব। অন্তত একটি ম্যাচ  লাহোরে খেলতে চাই।’

বহুদিন হলো পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে সেদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। এবার পিসিবি’র ডাকে সাড়া দিল শ্রীলঙ্কা। এটা নিঃসন্দেহে ক্রিকেটের জন্য দারুন এক খবর। লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট মনে করেন, ‘এশিয়ার দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তান সফরে যাওয়া উচিত। ঝুঁকি সবখানেই আছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে লন্ডনেও হামলা হয়েছে। কিন্তু খেলা বন্ধ থাকেনি। এমন অবস্থা আমাদেরও ছিল। যুদ্ধের কারণে আমাদের দেশে কেউ সফরে আসতে চায়নি। তখন ভারত, পাকিস্তান দুই দেশই আমাদের পাশে দাঁড়িয়েছে। এখনই আমাদের পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই