কুক-রুটে গোলাপি টেস্টে এগোচ্ছে ইংল্যান্ড

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ১০:০৯ পিএম

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞতা আগেই হয়েছিল। তারা পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রীর টেস্ট খেলেছিল। কিন্তু ইংল্যান্ডের জন্য এটাই প্রথম। গোলাপি বলে খেলা হয় বলে দিবারাত্রীর টেস্টকে অনেকে গোলাপি টেস্টও বলে থাকেন।

এজবাস্টনে প্রথম গোলাপি টেস্টে টস জিতেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তিনি ব্যাটিং বেছে নিয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় ইংল্যান্ড ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১০৮ রান তুলেছে।

অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলেন না স্টোনম্যান। মাত্র ৮ রান করেই তাকে বোল্ড হতে হয়েছে কেমার রোচের বলে। ওয়েস্টলিও ৮ রানের বেশি করতে পারেননি। উইকেটে জমে গেছেন দুই অধিনায়ক। একজন সদ্য সাবেক হওয়া অধিনায়ক অ্যালিস্টার কুক, অপরজন বর্তমান অধিনায়ক রুট। দু’জনে মিলে টানছেন ইংল্যান্ডকে।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে কুক ফিফটি তুলে নিয়ে অপরাজিত আছেন। ৭৫ বলে ১০ চারের সাহায্যে করেছেন ৫০ রান। রুটের রান ৪০। এই রান তিনি করেছেন ৬৩ বলে আট চারে। ১টি করে উইকেট নিয়েছেন রোচ ও কামিন্স।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই