তামিম-আমলাদের বরণ করতে প্রস্তুত পাকিস্তান

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৭, ০৭:০১ পিএম

ঢাকা: পাকিস্তানের দর্শকরা আন্তর্জাতিক ক্রিকেট দেখা প্রায় ভুলেই গেছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে অতর্কিত হামলার পর দেশান্তরী হয়ে পড়ে পাকিস্তানের ক্রিকেট।মাঝে অনেক অনুনয় বিনয় করে আনা হয়েছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে। এছাড়া গত মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল হয়েছিল লাহোরে। এই ফাইনালে ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, ক্রিস জর্ডানদের সঙ্গে বাংলাদেশ থেকে খেলতে গিয়েছিলেন এনামুল হক।

এবার আইসিসি পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বড় ভুমিকা রাখছে। ক্রিকেটের নিয়ন্ত্রা সংস্থাটির উদ্যোগেই বিশ্ব একাদশের মুখোমুখি হবে পাকিস্তান জাতীয় দল। অধিনায়ক সরফরাজ আহমেদ দারুন রোমাঞ্চিত ঘরের মাঠে খেলতে পারবেন ভেবে। তাঁর মতো নিশ্চয় পাকিস্তানী দর্শকরাও উন্মুখ হয়ে আছেন নিজ দেশের খেলা দেখতে। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহোরে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি ম্যাচই পাবে আন্তর্জাতিক স্বীকৃতি। সরফরাজ বলছেন, ‘বিশ্ব একাদশ পাকিস্তানে আসবে ভেবে আমি দারুন রোমাঞ্চিত। নিজ দেশের দর্শকদের সামনে খেলতে পারাটা দারুন ব্যাপার।’

পাকিস্তান অধিনায়কের আশা এই সিরিজ দিয়ে পাকিস্তান নিয়ে সবার ভুল ভাঙবে, ‘আমি নিশ্চিত, বিশ্ব একাদশের এই সফর দিয়ে পুরো ক্রিকেট দুনিয়া ও সংবাদমাধ্যম পাকিস্তানকে আরও ভালোভাবে বুঝতে ও জানতে শিখবে। তারা বুঝবে পাকিস্তানীরা শান্তিপ্রিয় জাতি, অতিথিপরায়ন জাতি এবং পাকিস্তানিরা ক্রিকেট খেলাটা অসম্ভব ভালোবাসে।’

বিশ্ব একাদশ: হাশিম আমলা, তামিম ইকবাল, ফাফ ডু প্লেসি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট ইলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।
কোচ: অ্যান্ডি ফ্লাওয়ার।  

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই