তামিমের বিশ্ব একাদশের সামনে ১৯৮ রানের লক্ষ্য

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৭, ০৯:৫৫ পিএম

ঢাকা: বহুদিন হলো পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দীর্ঘদিন হলোই চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর। মাঝে সে চেষ্টায় কিছুটা সফলও হয়েছিল তারা। জিম্বাবুয়ে এবং আফগানিস্তান সফর করে গেছে। এ বছরের মার্চে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালও হয়েছে।

তবে সবচেয়ে বড় সিরিজটি শুরু হলো মঙ্গলবার থেকে। যেখানে বিশ্ব একাদশের মুখোমুখি হয়েছে সরফরাজ আহমেদের পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি দেখতে পাক ক্রিকেটপ্রেমীদের ঢল নেমেছে। রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে বিশ্ব একাদশের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি বোলিং বেছে নিয়েছেন।

আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৯৭ রান তুলেছে। ইনিংস সর্বোচ্চ ৮৬ রান করেছেন বাবর আজম। ৫২ বলে ১০ চার আর দু্ই ছক্কায় তিনি এই রান করেন। এছাড়া শোয়েব মালিক ২০ বলে ৩৮, আহমেদ শেহজাদ ৩৪ বলে ৩৯ রান করেন।

৫১ রানে ২টি উইকেট নিয়েছেন থিসারা পেররা। ১টি করে উইকেট পেয়েছেন মরকেল, কাটিং ও তাহির। বিশ্ব একাদশের হয়ে এই ম্যাচে খেলছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই