তিন ম্যাচে ৫৫ রান করে তামিমের ৮২ লাখ!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৭, ১১:৪০ এএম

ঢাকা: দারুন শুরু করেও বিশ্ব একাদশের হয়ে নিজের ইনিংসগুলোকে লম্বা করতে পারেননি তামিম ইকবাল। তৃতীয় ও শেষ ম্যাচটিতেও শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু বাঁ-হাতী ওপেনারকে থামতে হলো ১৪ রানেই। বিশ্ব একাদশও ম্যাচটি জিততে পারেনি। ১৮৪ রান তাড়া করতে গিয়ে তামিমদের থামতে হয়েছে ১৫০ রানেই। ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

এরআগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলেছিলেন বাংলাদেশের আরেক ওপেনার এনামুল হক। এবার তামিম খেললেন বিশ্ব একাদশের হয়ে। তিন ম্যাচে তার রান ১৮, ২৩ এবং ১৪। বিশ্ব একাদশের হয়ে তামিমের মোট রান ৫৫। এজন্য তিনি পেয়েছেন এক লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অঙ্কটা ৮২ লাখ টাকার কিছু বেশি। ব্যাট হাতে খুব একটা দ্যুতি ছড়াতে না পারলেও টাকার অঙ্ক মোটেও কম নয়।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই