এক বছর পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন ইমরুল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৮:১৭ পিএম

ঢাকা: সময়টা ভাল যাচ্ছিল না ইমরুল কায়েসের। দলে থিতু হতে না পারায় আসা যাওয়ার মধ্যে ছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। সুযোগ পেয়ে সেটি কাজে লাগালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল।

বুধবার (১৮ আক্টোবর) পার্লের বোল্যান্ড পার্ক ওভালে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল কায়েস। পিটারসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে এক বছর পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন এই ওপেনার।

সর্বশেষ গত বছর ৭ অক্টোবর মিরপুরে ইংল্যান্ডর বিপক্ষে হাফ সেঞ্চুরি করেছিলেন ইমরুল। এর পর বারবার জাতীয় দলে উপেক্ষিত ছিলেন ইমরুল। তার প্রতিবাদের ভাষা একটাই-ব্যাট হাতে ভালো খেলে যাওয়া, সব সীমাবদ্ধতার মধ্যে রানের বন্যা ছুটানো।

এই ম্যাচে মাঠে নামার পুর্ব পর্যন্ত ৬৮টি ওয়ানডে খেলে ২৮.৭৯ গড়ে ১৯২৯ রান সংগ্রহ করেছেন ইমরুল কায়েস। এরমধ্যে  দুই সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরি রয়েছে। ২০০৮ সালের ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল ইমরুলের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই